নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা আছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও- ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন।
ফখরুল বলেন, আমরা আশা করব, জনগণের যে প্রত্যাশা আছে, একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।
এর আগে সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যায়। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
ফখরুল জানান, সম্প্রতি দেশব্যাপী যে অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা ফ্যাসিবাদকে কথা বলার সুযোগ করে দিয়েছে বলে তারা মনে করেন।
ফখরুল বলেন, আমরা আরও বলেছি, প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, যারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসন থেকে তাদের বাদ দিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর যারা দেশে অর্থনৈতিকভাবে লুটপাট চালিয়েছে তাদের আইনের আওতায় আনতে বলেছি। তাদের পাচার কথা অর্থ ফিরিয়ে আনতে বলেছি।
এ সময় তিনি জানান, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক যে মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের কথা তারা বলেছেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে।
ফখরুল বলেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে জোরালোভাবে বলেছি। সরকারের অন্যতম ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তারা জানিয়েছেন, এ ব্যাপারে কাজ করছেন।
দেশব্যাপী চলমান ডেভিল হান্টে যেন কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও তিনজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা হলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান।
আর বিএনপির প্রতিনিধি দলে মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির দুজন সদস্য। তারা হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং সালাহ উদ্দিন আহমেদ।
এমআই