বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫
মোহাম্মদ মুরাদ হোসেনঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীর চর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা- ২০২৫ শুরু হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় হাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ-৪ এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের হল সুপার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা একাডেমিক বিষয়ের একটা অংশ, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। আমি আশা করি একদিন তোমাদের মধ্য থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা আমি প্রদান করবো।
এমআই