মোহাম্মদ মুরাদ হোসেন:
আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্মারক ডাক টিকিটের এক্সিবিশন (প্রদর্শনী) করবে দিনাজপুর ডাক বিভাগ। এ লক্ষ্যে প্রস্তুতিও নিচ্ছে তারা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান দিনাজপুর ডাক বিভাগের নবাগত ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রাশিদুল হাসান।
তিনি বলেন, "এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করি সুন্দর একটি আয়োজন হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।"
উল্লেখ্য, হাজী দানেশ কৃষি কলেজ শাখা ডাকঘরকে হাবিপ্রবি সাব-ডাকঘরে রুপান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এমআই