রাবি প্রতিনিধি :
"নব উদ্দমে জাগো হে নবীন, কণ্ঠে ভাঙো বাঁধ"প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশের (গোল্ড বাংলাদেশ) বিতর্ক উৎসব, নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১২টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে মার্কেটিং বিভাগ ও আরবি বিভাগের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে আরবি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্টানে গোল্ড বাংলাদেশের সভাপতি শতাব্দী নন্দী জানান, এই আয়োজন নবীনদের বিতর্ক চর্চায় উদ্বুদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয়ে যুক্তিবাদী পরিবেশ গঠনে ভূমিকা রাখবে।
বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্ড বাংলাদেশের মডারেটর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রভাষক তানিয়া মাহমুদা তিন্নি
পুরস্কার বিতরণী শেষে নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমআই