মো: মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবছর ১ হাজার ১০৯ টি আসনের বিপরীতে চার ইউনিটে ১ লক্ষ ৭ হাজার ৬৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। আসন প্রতি লড়বেন ৯৭ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, এবছর এ ইউনিটে ৪১ হাজার ১৭৯, বি ইউনিটে ২৭ হাজার ৯১৯, সি ইউনিটে ৩৪ হাজার ৪৩৯ ও ডি ইউনিটে ৪ হাজার ১৪৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।
বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ,বি,সি ইউনিটে আবেদন পড়েছে ১ লক্ষ ৩ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। এ তিন ইউনিটের প্রতিটির আবেদন ফি ছিলো ১ হাজার টাকা। সে হিসেবে ১০ কোটি ৩৫ লক্ষ ৩৭ হাজার টাকা জমা দিয়েছে শিক্ষার্থীরা এবং ডি (ব্যবসা প্রশাসন) ইউনিটে ৭০০ টাকা ফি ধরা হয়েছে। সে হিসেবে ডি ইউনিটে ২৯ লক্ষ ৩ হাজার ৬০০ টাকা জমা দিয়েছে শিক্ষার্থীরা। সবমিলিয়ে মোট আয় হয়েছে ১০ কোটি ৬৪ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা।
আগামী ১৭ এপ্রিল সি, ডি ও ১৮ এপ্রিল এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনাসহ ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ।
প্রসঙ্গত, গতবছর ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও সকল ডিসিপ্লিনের প্রধানদের এক মতবিনিময় সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলেছিলেন। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে একক ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গণ স্বাক্ষর গ্রহণ করেছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ সেশন থেকে একক ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমআই