মোহাম্মদ মুরাদ হোসেন:
এবার নিজস্ব ব্যানারে সক্রিয় হতে দেখা গেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলকে। বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে সক্রিয় হয়েছেন তারা। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে সদস্য সংগ্রহ ও কর্মীসভা করেন তারা। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইসাথে নতুন এবং পূর্নাঙ্গ কমিটি প্রণয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটির দৌঁড়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন অন্তত ১০ জন নেতাকর্মী। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগও করে যাচ্ছেন তারা।
আওয়ামী লীগ সরকারের আমলে নিজস্ব পরিচয়ে ক্যাম্পাসে পদচারণ করতে পারেনি বেশিরভাগ নেতাকর্মী। তবে বিগত সময়ে দিনাজপুর জেলা এবং শহর শাখার সাথে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি ছাত্রদলের গুটিকয়েক নেতাকর্মী। এবার নিজস্ব ব্যানারে নিজ ক্যাম্পাসে সক্রিয় হয়েছেন তারা।
গতবছর নভেম্বরের প্রথম সপ্তাহে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জকির উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান ও সাইদুল ইসলাম হাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে বৈঠক করেন। সেখানে হাবিপ্রবি ছাত্রদলের অন্তত দশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ক্যাম্পাস ছাত্রদলের যাবতীয় বিষয় আলোচনা করা হয়।
ছাত্রদলের একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলের গতিশীলতা ফিরিয়ে আনতে দেশব্যাপী প্রতিটি ইউনিটকে নতুন করে সাজানোর লক্ষ্যে কর্মঠ, ত্যাগী, শিক্ষার্থীবান্ধব কমিটি গঠনের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় হাবিপ্রবি ক্যাম্পাসেও নতুন কমিটি গঠনের চেষ্টা চলছে।
হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ বলেন,' সিট বাণিজ্য, চাঁদাবাজি, অপরাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা নেই। একটি স্বতন্ত্র ইউনিট হিসেবে বাইরের কারো প্রভাব থাকবে না, বরং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা সরাসরি মেনে সকল কার্যক্রম পরিচালিত হবে। আমি আশা করি হাবিপ্রবি ছাত্রদলের বর্তমান এবং ভবিষ্যৎ নতুন কমিটি সবার কাছে গ্রহণযোগ্য এবং রোল মডেল হিসেবে পরিচিতি পাবে'।
কর্মী সম্মেলনের বেশ কিছুদিন পূর্বে নতুন কমিটি প্রণয়নের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জকির উদ্দিন আবির বলেছিলেন, 'শিঘ্রই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। দুঃসময়ে যারা দলের জন্য খেটেছেন তাদের মধ্য থেকে ত্যাগী, সক্রিয় এবং শিক্ষার্থীবান্ধব নেতাকর্মীকে নিয়ে একটি কমিটি উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ'।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুন তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাবিপ্রবিতে ছাত্রদলের ২৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এমআই