বুধবার, ২৬ মার্চ ২০২৫

আনিসুল, কামাল, ফারুক খানসহ সাতজন রিমান্ডে

বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫
আনিসুল, কামাল, ফারুক খানসহ সাতজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্ত অপর চার আসামি হলেন— পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) তানভীর সালেহীন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি ও ছাত্রলীগ নেতা কাউসার হোসেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুল্লাহ আল মাহিন (১৬) হত্যা মামলায় আনিসুল হককে আজ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মিরপুর থানায় করা আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

দশ বছর আগে মতিঝিল এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফারুক খানকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত দীপঙ্কর তালুকদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর কলাবাগান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বেনজীর হোসেন ও কাউসার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক ডিসি তানভীর সালেহীনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,  ২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আদালতে আবেদন করা হয়েছে। পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, কাশিমপুর কারাগার থেকে তাদের আদালতে হাজির করার পর রিমান্ড বিষয়ে শুনানি হবে।

জুলাই অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের ১৩ আগস্ট গ্রেফতার হন আনিসুল হক। বিভিন্ন মামলায় আনিসুল হকের মোট ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল