আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। এমন ভয়ঙ্কর তাপমাত্রা আগে কখনো দেখেননি দেশটির বাসিন্দারা। এ সপ্তাহেই টানা তিন দিন সেখানকার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ভয়াবহ এ তাপদাহের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে গত পাঁচ দিনে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে বুধবার বিকালে জানিয়েছেন, তারা গত শুক্রবার থেকে বুধবার বিকাল পর্যন্ত ৪৮৬ জনের মৃত্যুর খবর পেয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
লাপয়েন্তে বলেন, গত পাঁচ দিনে ব্রিটিশ কলম্বিয়ায় অভূতপূর্ব মৃত্যুর সংখ্যা দেখা গেছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এদের মধ্যে কতজনের মৃত্যু তাপদাহজনিত। যদিও এটি বিশ্বাসযোগ্য যে, মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির জন্য ব্রিটিশ কলম্বিয়ার প্রতিকূল আবহাওয়াই দায়ী।
সময় জার্নাল/আরইউ