বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫
মো:আল আমিন বাপ্পি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণী কল্যান ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা একমাত্র সংগঠন প্রাধিকার এর নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচিত হয়েছে। এসময় প্রাধিকারের নবগঠিত কমিটির সদস্যদের আইডি কার্ড প্রদান করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাৎসবিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে ক্যালেন্ডার উন্মোচন করা হয়। এবারের ক্যালেন্ডারে বিভিন্ন প্রাণী ও পরিবেশ বিষয়ক দিবসগুলো যুক্ত করা হয়েছে। এছাড়াও স্থান পেয়েছে প্রাধিকারের বিভিন্ন কার্যক্রমের স্থিরচিত্র।
প্রাধিকারের সাধারন সম্পাদক মোঃ ইসহাক হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় ও প্রাধিকারের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানুষের কল্যানে কাজ করার অনেক সংগঠন থাকলেও প্রাণী নিয়ে কাজ করার মতো সংগঠন খুব কম আছে। তোমরা যারা প্রাণী কল্যান নিয়ে কাজ করছো তোমার মহান দায়িত্বে আছো।
তারা বলেন, একসময় বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক বানর দেখা যেত। এখন তেমন বানর আর দেখা যায় না। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পিছনের গাছগুলো কেটে ফেলা হয়েছে। ফলস্বরূপ বাসস্থানের অভাবে বানর এখন মেয়েদের হলে আক্রমন করছে। এছাড়া আগে অনেক ব্যাঙের শব্দ শুনতে পেলেও এখন আর ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায় না। প্রাণীর বাসস্থান ধ্বংসের ফলে এই পরিবর্তন পরিবেশের বিপর্যয় ডেকে আনবে।
প্রাধিকারের সভাপতি মোঃ জিহাদ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাধিকারের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান খোন্দকার, রিফাত ইসলাম রাইন, জান্নাতুন নাঈমা, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমা রহমান মুন, পুজা রাজবংশী সহ প্রমুখ।
এমআই