বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫
মোঃ শাকিল, কবি নজরুল কলেজ প্রতিনিধি:
"বিজ্ঞান চর্চা করি, বিশ্বকে হাতের মুঠোয় রাখি" প্রতিপাদ্য সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজে প্রথমবারের মতো জাঁকজমকভাবে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মেলায় ২০টি স্টল ও ৬টি বিভাগ অংশগ্রহণ করে। এছাড়াও খিলগাঁও সরকারি কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম আক্তার হোসেন। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন আমি সুপার কন্ডাক্টিভিটি নিয়ে গবেষণা করেছি।
তিনি আরো বলেন, বিজ্ঞানের মূল ভিত্তি হলো ইসলাম, তাই আমাদের উচিত ইসলামের শিক্ষা অনুসরণ করা। একইসাথে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে উদ্ভাবনী চেতনা ও গবেষণা বৃদ্ধির তাগিদ দেন।
বিজ্ঞান মেলার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ হায়দার মিঞা ও অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। মেলার আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. শরীফুল আলম।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
বায়ো-প্লাস্টিকের ব্যবহার: পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরির সম্ভাবনা; অম্লবৃষ্টি (এসিড রেইন): এর কারণ ও প্রতিকার; আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন: টেকসই শক্তি ব্যবস্থাপনার নতুন দিক।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মেধার বিকাশে গুরুত্বপূর্ ভূমিকা রেখেছে।
এমআই