মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ৪র্থ সমাবর্তন উপলক্ষে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হবে এ জমকালো আয়োজন। সমাবর্তন নির্বিঘ্ন করতে সময়সূচি, গাউন বিতরণ, সনদ গ্রহণ, যাতায়াত ব্যবস্থা এবং শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠান সকাল ৯:১৫টায় শুরু হবে এবং বিকেল ২:৩০টায় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। নির্ধারিত সময়ের পরে কোনো গ্র্যাজুয়েটকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকাল ১০:৩০টায় সমাবর্তন শোভাযাত্রা শুরু হবে এবং সকাল ১১:০০টায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সমাবর্তন ঘোষণা করবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েটদের অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশ পাস ও আমন্ত্রণপত্র সঙ্গে রাখতে হবে। নির্ধারিত ড্রেস কোড অনুযায়ী ফরমাল পোশাক পরিধান করতে হবে। এছাড়া ব্যাগ, ক্যামেরা বা ব্যক্তিগত ব্যাগজাতীয় সামগ্রী নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। অনুষ্ঠান চলাকালীন নির্ধারিত আসনে বসতে হবে এবং অনুমতি ছাড়া স্থান পরিবর্তন করা যাবে না।
গ্র্যাজুয়েটদের ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গাউন, ক্যাপ ও আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে। গাউন সংগ্রহের জন্য স্নাতকদের ১৫০০ টাকা এবং স্নাতকোত্তরদের ২০০০ টাকা প্রদান করতে হবে। সমাবর্তন শেষে গাউন ফেরত দেওয়ার পরই মূল সনদ সংগ্রহ করা যাবে।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ বাস সার্ভিস চালু করেছে। সকাল ৬:৩০টা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করবে এবং নির্ধারিত পয়েন্ট থেকে গ্র্যাজুয়েটদের ক্যাম্পাসে পৌঁছে দেবে। নির্দিষ্ট রুট ও সময়সূচি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন অনুষ্ঠানের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে গ্র্যাজুয়েটদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নম্বর (০১৩০৪০২০১৮৮, ০১৯১৫৮৮৫৭৪৯) এ যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমআই