নিজস্ব প্রতিবেদক:
বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক গ্রহণ করেছেন অভ্র কিবোর্ডের চার নির্মাতা । তারা হলেন—মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
আজ (২০ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।
২০০৩ সালে চালু হওয়া অভ্র কিবোর্ড বাংলা টাইপিংয়ে যুগান্তকারী পরিবর্তন আনে। ধ্বনিগত টাইপিং পদ্ধতির মাধ্যমে এটি ব্যবহারকারীদের জটিল কী-বোর্ড লেআউট ছাড়াই বাংলা লেখার সুযোগ দেয়, যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
উল্লেখ্য, চলতি বছরে এই ক্যাটাগরিতে একুশে পদকের জন্য প্রথমে শুধু মেহদী হাসান খানকে মনোনীত করা হয়েছিল, যাকে অভ্র কিবোর্ড তৈরির কারিগর বলা হয়। তবে পরবর্তীতে মেহদী হাসানের অনুরোধে অভ্র তৈরিতে তার সঙ্গে বাকি তিনজনকেও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে 'একুশে পদক-২০২৫' দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়।
এমআই