কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বইমেলার উদ্বোধন করেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। বইপ্রেমীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
উদ্বোধনকালে উপ-উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ডিজিটাল এ যুগে আমাদের ডিভাইসে আশক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিন্টেড বইয়ের যে আনন্দ সেটা অন্য কোন মাধ্যমের সাথে তুলনা করা যাবে না। আমরা চাই একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠুক যা বই পড়ার মাধ্যমে সম্ভব।
বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপ-উপচার্য বলেন, তোমরা বন্ধু-বান্ধব নিয়ে বইমেলায় আসো, অন্তত একটি হলেও বই কিনো। বই দেখা, নাড়াচাড়া করা এবং গল্পগুজব করাও বইমেলারই একটি অংশ।
উল্লেখ্য ‘বইয়ের পাতায় চিন্তার বিপ্লব’ স্লোগানকে প্রতিপাদ্য করে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ পাঁচ দিনব্যাপী আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখা, শব্দ কুটির, রোটারেক্ট ক্লাব, অন্ট্রাপ্রিনারশিপ ক্লাব এবং এমআইএস নেট।
বইমেলাটি পাঠকদের মাঝে জ্ঞানচর্চা ও সাহিত্যপ্রেম জাগিয়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এমআই