মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তত্ত্বাবধানে তত্বীয় জ্ঞানের বাস্তবিক প্রয়োগে ১৩ ও ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে মিল্ক ভিটা পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তত্ত্বাবধানে ও মিল্ক ভিটা বাঘাবাড়ি ও বাথানের সহযোগিতায় একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন স্থাপনের নিমিত্তে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মো: সাঈদ হাসান জানান, আজকে ট্যুরে পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে শেখার অনেক সুযোগ হয়েছে, যা অত্যন্ত ফলপ্রসূ ও ভবিষ্যত কর্মক্ষেত্রে নিজেকে একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়াও, গ্ৰামীন জনপদের মানুষের পশু প্রেম দেখে হতবাক হয়েছি। এই সেক্টরে আমাদের সফল কার্যক্রমই পারে উক্ত সেক্টর কে সামনে এগিয়ে নিয়ে যেতে।
মিল্ক ভিটার উপ-মহাব্যবস্থাপক ডা. মো. ছাইদুল ইসলাম বলেন, সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সবকিছু দেখানোর ও বুঝানোর জন্য। আরো কিছু বাকি রয়েছে সেগুলো দেখার জন্য সার্বিক ব্যবস্থা করে দেওয়া আছে। যদি আপনারা এসব বিষয় থেকে উপকৃত হন তাহলে আমরা ধন্য হব।সার্বিকভাবে আপনাদের সকলের মঙ্গল ও উত্তরোত্তর সফলতা কামনা করি।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের প্রভাষক ডা. মো. জামিনুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ফার্মটিতে সুযোগ করে দেওয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও এনিমেল প্রোডাকশন বিভাগের পক্ষ হতে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও পরবর্তী ব্যাচগুলো ক্রমান্বয়ে এ সুযোগ পাবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমাদের ইন্টার্ন শিক্ষার্থীরা যাতে ইন্টার্নশীপের সুযোগ পায় সে বিষয়ে অনুষদের পক্ষ হতে পুনরায় যোগাযোগ করা হবে।
এমআই