জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
পিএসসি এবং ইউজিসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নিয়োেগ না দেওয়ার প্রতিবাদ এবং রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় দাবি পূরণের জন্য ২দিনের সময় বেঁধে দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান সজিব। এসময় তিনি বলেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কাঙ্ক্ষিত এখন অবধি পূর্ণ বাস্তবায়িত হয়নি। অভ্যুত্থান পরবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হলো, বিভিন্ন সংস্কার কমিশন হলো, পিএসসি-ইউজিসিতে নিয়োগ দেওয়া হলো এসব কিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাকেন্দ্রিক একচ্ছত্র আধিপত্য লক্ষ করা যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপ্লব পরবর্তী এমনসব অবিবেচনাপ্রসূত কার্যক্রম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সেইসাথে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বক্ষেত্রগুলোতে ঢাবি ও ঢাকাকেন্দ্রিক আধিপত্য কমিয়ে দ্রুত সময়ে সংস্কারের আহ্বান জানাচ্ছি।
মেহেদী সজিব আরও বলেন, পিএসসি ও ইউজিসিসহ সকল ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় ও স্থানের দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে ইনক্লুসিভ বাংলাদেশের পূর্ণ বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ার জোর দাবী জানাচ্ছি। পরিস্থিতি বিবেচনা করার জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দুই দিনের আল্টিমেটাম দিচ্ছি।
ঢাকার বাইরে অবমূল্যায়ন প্রসঙ্গের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত শাসনামলে যেকোনো উপায়ে পিএসসি কিংবা ইউজিসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদস্য ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে তারা ঢাকার বাইরে কোন চিন্তা করতে পারতেছে না। তাদের বোঝা উচিত ঢাকার বাহিরেও যোগ্য মানুষ আছে। যারা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে পারে।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাবি মোহাম্মদ ফাহিম রেজা, পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান শাকিল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা
এমআই