মোহাম্মদ মুরাদ হোসেনঃ
দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ পালিত হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)।
শুক্রবার সকাল ৬ টা ৩৭ মিনিট জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে আট টায় কালো ব্যাজ ধারণ এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা'র নেতৃত্বে প্রভাতফেরি ও শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিদের সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এদিন সকাল দশটায় বিশ্ববিদ্যালয়টির টিএসসি তে দিনাজপুর ডাক বিভাগের আয়োজনে স্মারক ডাক টিকিটের এক্সিবিশনের উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি উপাচার্য। এক্সিবিশনে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন বাদ আছর কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদ ও সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।