মোঃ ফয়সাল আহমেদ, ডিআইইউ প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে -২০২৫ ৷
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ঢাকার কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে ডিআইইউসাস সাংবাদিক সমিতির সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতে এই ফ্যামিলি ডে উদযাপন করা হয়৷
বর্ণাঢ্য এ আয়োজনে সাতার, মোরগ লড়াই, গান, কবিতা সহ নানা প্রতিযোগীতার আয়োজন করা হয়৷ এসব আয়োজনে দুটি ভিন্ন ক্যাটাগরির সাতারে প্রথম স্থান অধিকার করেন কায়েস শেখ এবং সাবেক কোষাধ্যক্ষ জনাব ফয়সাল আহমেদ, একইসাথে মোরগ লড়াইতেও প্রথম স্থান অধিকার করেন জনাব ফয়সাল আহমেদ, ডুব ও পানি ছোড়াছুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যথাক্রমে বায়জিদ হোসাইন এবং নুর ইসলাম। গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ ফয়সাল আহমেদ, কবিতা প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করে যথাক্রমে কালাম মাহমুদ, আল শাহরিয়ার সুইট ও মোঃ ফয়সাল আহমেদ৷
পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিআইইউসাস এর সভাপতি কালাম মুহাম্মদ ও সাবেক সভাপতি মুছা মল্লিকসহ সমিতির সিনিয়র সদস্যবৃন্দরা। ভাষার মাস, বই মেলা ও ২১শে ফেব্রুয়ারী হওয়ায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয় ।
অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়ালি যোগ দেন সমিতির উপদেষ্টা মুরাদ হুসাইন৷ এছাড়া সরাসরি যোগ দেন উপদেষ্টা রাজিউর রহমানসহ সমিতির সাবেক সদস্য এবং উপদেষ্টাবৃন্দ ৷
এমআই