মো:আল আমিন বাপ্পি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রাসুল (সা:) সুন্নাত বিষয়ে "আপহোল্ডিং প্রফেটিক সুন্নাহ ইন মডার্ন ওয়ার্ল্ড' শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এতে রাসুল (সা:) এর জীবনের বিভিন্ন দিক থেকে শিক্ষা ও আসন্ন রমজানের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ইসলামিক সেমিনারি অব আমেরিকা'র ডিন ড. ইয়াসির ক্বাদি। দাওয়া সার্কেল সিলেট কর্তৃক আয়োজিত তিনটি পর্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে ছিল রাসুলের সীরাত, প্রোডাক্টিভ রমাদান ও প্রশ্নোত্তর পর্ব।
সিকৃবির প্ল্যান্ট প্যাথোলজি এন্ড সিড সাইন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল মুকিত এর সঞ্চালনায় এই সেমিনারে সহকারী হোস্ট হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. সুলতান আহমেদ। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ মুহাম্মদ ইমাদুর রহমান। এছাড়াও সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোঃ মোহন মিয়া।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী মাহমুদুল হক বলেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলারকে নিয়ে এমন সিম্পোজিয়ামের আয়োজন করার জন্য। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তাদের ইসলামিক জ্ঞান অর্জনের ইচ্ছা থাকলেও পরিবেশ পাই না। এ ধরনের প্রোগ্রাম আমাদের অনেক কিছু জানার সুযোগ করে দেয় এবং আমাদেরকে রাসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে উদ্বুদ্ধ করে। নির্দিষ্ট সময় পর পর হলেও প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এমন অনুষ্ঠান হওয়া উচিত।
অনুষ্ঠানে সিলেট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় একহাজার জন অংশগ্রহণ করেন।
এমআই