শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ছাত্রদের নতুন দল গঠনের শেষ পর্যায়ে, কাটেনি সঙ্কট

রোববার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫
ছাত্রদের নতুন দল গঠনের শেষ পর্যায়ে, কাটেনি সঙ্কট

নিজস্ব প্রতিনিধি:

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে দলীয় পদ-পদবীর প্রশ্নে। এ নিয়ে গত কয়েক দিন নানা আলোচনা ও বিতর্কের পরও সঙ্কট যে কাটেনি, তা আবারো স্পষ্ট হয়েছে শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টের পর।

শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

সেখানে তিনি লিখেছেন, ‘জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রোপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে, সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি।’

এ নিয়ে জুনায়েদ বলেন, ‘কমিটি গঠনের ক্ষেত্রে একটা পক্ষ ফোকাস দিতে চাচ্ছে অভ্যুত্থানের কিছু নেতাকে। আমরা বলছি তারাই আসুক, কিন্তু সিস্টেমটা ক্লিয়ার হোক। একটা ডেমোক্রেটিক সিস্টেম হোক।’

এ মাসের শুরু থেকেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এ নিয়ে দফায় দফায় বৈঠকও করে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির বেশিভাগের মতামতের ভিত্তিতে উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ নিয়ে নাহিদ ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পদত্যাগ ও দল গঠন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না।’

দলের নাম ওপদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও প্রাথমিকভাবে আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) ছাত্রদের নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমন আভাস দিয়েছেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা।

প্রাথমিকভাবে ছয়টি শীর্ষ পদ নিয়ে আলোচনা ও এক ধরনের টানাপোড়েন চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা। যদিও এটিকে সঙ্কট হিসেবে দেখছে না নাগরিক কমিটি।

নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের একটা সিদ্ধান্ত নেয়া হয়েছিল ২৬ তারিখ আমরা করব। এটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে দলের নেতৃত্বে কারা থাকবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’

শীর্ষ পদের সংখ্যা চারটি থেকে বাড়িয়ে ছয়টি করার উদ্যোগ নেয়া হবে বলে জানান নাগরিক কমিটির শীর্ষ নেতারা। কিন্তু শেষ পর্যন্ত এ নিয়ে সঙ্কট কাটেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে আরো লিখেছেন, ‘দুঃখজনকভাবে, বর্তমানে যেভাবে এই রাজনৈতিক দলের নেতৃত্ব গঠন হচ্ছে, তা গণতান্ত্রিক এবং ইনক্লুসিভ হচ্ছে না। এক্ষেত্রে কে কোন পদে আছে সে সংক্রান্ত আলোচনা অবান্তর। বরং যোগ্য যে কেউ যেন তার পছন্দের পদে যেতে পারে এবং এই যোগ্যতার পরিমাপক কী সেটা নিয়েই আমরা আলোচনা করে আসছি। এই সমস্যাটা সমাধান করাই এখন আমাদের প্রধান ও মূল লক্ষ্য।’

যদিও এর আগে নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা জানান, প্রথমে চারটি শীর্ষ পদ রাখার ব্যাপারে দলের ভেতর আলোচনা ছিল।

কিন্তু পদ নিয়ে সাবেক শিবির নেতা ও কয়েকটি গ্রুপের আপত্তির পর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব দু’টি নতুন পদ তৈরি করে শীর্ষ ছয়টি পদের বিষয়ে সিদ্ধান্ত হয় তাদের বৈঠকে।

সেখানে জুনায়েদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ দিয়ে সমঝোতার সিদ্ধান্তও হয় বলে কেন্দ্রীয় কমিটির অন্তত দু’জন নেতা বিবিসি বাংলাকে জানান।

তবে আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, পদ নিয়ে সঙ্কটের চেয়ে বর্তমানে বড় সঙ্কট ও জটিলতা তৈরি হয়েছে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে।

জুনায়েদ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটা ফ্রেম করা হয়েছে এমনভাবে যে এটা একটা পদের লড়াই। কিন্ত আসলে এটা ছিল একটা সিস্টেমেটিক্যালি ডেভেলপমেন্টের লড়াই।’

এরই মধ্যে গত কয়েক দিনে কয়েক দফা সমঝোতা বৈঠকেও কি সঙ্কটের সমাধান হয়নি?

এমন প্রশ্নে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখানে একক কোনো লিডারশিপ থাকবে না। সেটা অটোক্রেটিক হয়ে যাবে। এখানে লিডারশিপ বেশি হয়ে গেছে। সবচেয়ে যোগ্য যে তার হাতেই দায়িত্ব দেয়া হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন আব্দুল হান্নান মাসউদ। তিনি কোন পদে আসতে পারেন সেটি নিয়েও আলোচনা চলছে।

যদিও বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘কোন পদে কারা আসবেন, শীর্ষ পদের সংখ্যা কত হবে এখনো সেটি নির্ধারণ করিনি আমরা। শিগগিরই হয়তো এই সিদ্ধান্ত হবে সবার মতামতের ভিত্তিতে।’

নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন, দল ঘোষণার জন্য প্রাথমিকভাবে দু’টি জায়গাকে বাছাই করা হয়েছে। একটি কেন্দ্রীয় শহীদ মিনার, আরেকটি মানিক মিয়া এভিনিউ।

তবে দু’টি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রাজনৈতিক দল ঘোষণার আগের দিন।

নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের আয়োজন কেমন হবে সেটির ওপর নির্ভর করছে কোথা থেকে ঘোষণা হবে। এখন পর্যন্ত শহীদ মিনার ও মানিক মিয়া এভিনিউই আমাদের চিন্তায় আছে। পরিস্থিতি পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও জাতীয় নাগরিক কমিটি বিলুপ্ত করা হবে না।

যারা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে জায়গা পাবেন না, তাদের কেউ কেউ থাকবেন জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে।

এদিকে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলেও জানানো হয়েছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল