নিজস্ব প্রতিনিধি:
বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকার সড়কে নামানো হচ্ছে গ্রিন ক্লস্টারের এসি বাস। মঙ্গলবার গাবতলী থেকে চাষাড়া পর্যন্ত বোরাক পরিবহনের ৩৫টি এসি বাস দিয়ে যাত্রা করবে গ্রিন ক্লাস্টার।
এছাড়া এক মাসের মধ্যে এই রুটে যুক্ত করা হবে আরও ১৫টি বাস। বাসের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা আর সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা।
মঙ্গলবার সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সংসদ ভবনের সামনে থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া সড়ক মন্ত্রণালয়ের সচিব, ডিটিসিএ, ডিএমপি, বিআরটিএ, বিআরটিসি ও ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বাস রুট রেশনালাইজেশনের পরিকল্পনা অনুযায়ী ঢাকাজুড়ে যে ৯টি ভিন্ন রঙের বাস চলার কথা রয়েছে, তার মধ্যে শুরুতে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্র জানায়, গ্রিন ক্লাস্টারের সংশ্লিষ্ট রুটের সাথে ৯০ শতাংশ মিলে যাওয়া রেড ক্লাস্টারের ১১নম্বর রুট (আংশিক) রুটটি এখন থেকে গ্রিন ক্লাস্টারের ২১ নম্বর রুট (সংশোধিত) হিসেবে পরিচিতি পাবে, যার পথ দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার।
সংশ্লিষ্ট রুটে বর্তমানে এসি বাস নেই। অপরিকল্পিতভাবে এই রুটে ৭০টির বেশি বাস চলে। এ প্রেক্ষিতে বর্তমানে বাসের চাহিদা ৫০টি নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে কম বেশি করা যাবে। আপাতত ৩৫টি এসি বাস দ্বারা রুটটি উদ্বোধন করা হবে। বাকি ১৫টি বাস এক মাসের মধ্যে সড়কে যুক্ত করার কথা রয়েছে।
এই রুটের সম্ভাব্য স্টপেজগুলো হলো-গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদগেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, ধানমন্ডি ৪, সাইন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইন বোর্ড, জালকুরি, শিবু মার্কেট, ও চাষাড়া। এসব স্টপেজ থেকে ই-টিকেটিংয়ের মাধ্যমে টিকেট কেটে যাত্রীরা বাসে উঠতে পারবেন। নির্দিষ্ট স্টপেজ ব্যতীত কোথাও বাসগুলো দাঁড়াবে না এবং যাত্রী উঠা-নামা করবে না। নির্ধারিত ভাড়ার চার্ট বাসের অভ্যন্তরে প্রদর্শনের জন্য টাঙানো থাকবে।
বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প পরিচালক ধ্রুব আলম মানবজমিনকে বলেন, ‘ঢাকা নগর পরিবহনের আওতায় মঙ্গলবার থেকে নতুন রূপে গ্রিন ক্লাস্টারের ৩৫টি এসি বাস চালু করা হবে। সড়ক উপদেষ্টা উদ্বোধন করবেন। ঈদের পর আরও দুইটি রুট চালুর পরিকল্পনাও করা হচ্ছে।’
সময় জার্নাল/এলআর