স্পোর্টস ডেস্ক:
প্রথম ম্যাচে ভারতের কাছে হার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। বাঁচামরার ম্যাচে তাই জয়ের বিকল্প নেই শান্ত-সৌম্যদের। বিপরীতে জয় দিয়ে স্বপ্নযাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কিউইরা জিতলে উঠে যাবে সেমিফাইনালে। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টার।
ডু অর ডাই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে এসেছে টাইগাররা। ভারতের বিপক্ষে একাদশ থেকে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডের একাদশে এসেছে পরিবর্তন। রাচীন রবীন্দ্র ও কাইল জেমিসন একাদশে সুযোগ পেয়েছেন।
ভেন্যু রাওয়ালপিন্ডি বলেই নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে টেস্ট সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সুখকর সেই স্মৃতিতে উদ্দীপ্ত নাজমুল হোসেন শান্তরা। গত বছর রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সংস্করণ ভিন্ন হলেও কিউইদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেই স্মৃতি তাদের দারুণ উজ্জীবিত করবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
টাইগার কোচ বলেন, ‘আমি আশা করি দেবে। কারণ পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই এটি আমাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।’ বড় হারে টুর্নামেন্ট শুরু হয়েছে বাংলাদেশের। তাই টাইগাররা কিছুটা হলেও চাপে থাকবে। তবে চাপ নিয়েই ভালো খেলার কথা জানিয়েছেন কোচ, ‘ঠিক আছে, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই চাপের ম্যাচ। এটি বিশ্বের সেরা আট দলের মধ্যে প্রতিযোগিতা, তাই প্রত্যেকটি ম্যাচ কঠিন হবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওরা ভালো খেলছে, তবে আগামীকাল নতুন দিন। আমরা চেষ্টা করব যাতে তারা আগের মতো ভালো খেলতে না পারে।’
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, উইল ও’রুর্ক, ম্যাট হেনরি।
এমআই