কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাধারণ ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
সোমবার বিকালে শহীদ মুগ্ধ মিনি স্টেডিয়ামের সামনে দেশব্যাপী সন্ত্রাস,চাঁদাবাজ, দখলদারিত্ব,ধর্ষণ,মব জাষ্টিস,নারী নিপীড়ন ও ধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মানববন্ধন শেষে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এক সমাবেশে মিলিত হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এ কে উদার,শিবির নেতা আল আমিন মুজাহিদ, উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুল হুদা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সুজাইন ইসলাম প্রমূখ।
বক্তরা বলেন,দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ফ্যাসিবাদের দোসররা এখনও বিদ্যমান। সারা দেশে দখলদারিত্ব,চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ একটি গোষ্ঠির উপর অতিষ্ঠ। ধর্ষণ ও নারী নিপীড়নের সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান বক্তারা।
এমআই