মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেলেন সুবর্ণচরের শাহীন সিরাজ

সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৫
যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেলেন সুবর্ণচরের শাহীন সিরাজ

নোয়াখালী প্রতিনিধিঃ 

আজ ২৪ ফেব্রুয়ারী সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান শাহীন সিরাজ যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন। পরবর্তী কর্মস্থল যুগ্ম জেলা ও দায়রা জজ, সাতকানিয়া, চট্টগ্রাম।  

কে এই শাহীন সিরাজ? 
নোয়াখালী সুবর্ণচর উপজেলার  ২ নং চরবাটা ইউনিয়নে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন তার বাবা  হাজী মোঃ ইউসুফ ও মাতা  হাজী হাজেরা  খানম  ভাইদের মধ্যে তৃতীয় শাহীন সিরাজ। 

ছাত্র জীবন থেকে কর্মজীবনের সর্বস্তরে মেধার সাক্ষর রেখে যাওয়া শাহীন সিরাজ সাহেব যথাক্রমে ভূঞাঁর হাট এম.এ কামাল প্রাথমিক বিদ্যালয়, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সৈকত সরকারি কলেজ থেকে এইচ.এস.সি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল-এল.বি (অনার্স), এল-এল.এম (ফাস্ট ক্লাস) সম্পন্ন করে ২০০৮ সালে চট্টগ্রামস্থ সাউদার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগাদান করেন এবং ২০১৩ পর্যন্ত শিক্ষকতায় নিয়োজিত ছিলেন । এরই মধ্যে তিনি ২০০৯ সালে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত হন। 

তৎপরবর্তীকালে তিনি ২০১৩ সালে  বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় (বিজেএসসি)  উত্তীর্ণ হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন।

তিনি কর্ম ও শিক্ষা জীবনে ELCOP,  UNICEF, BELLA, ICRC আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।  
সর্বশেষ ২০১৮ সালে ভারতের ন্যাশনাল জুডিশিয়ারির একাডেমি (ভূপালে) ও মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন।   
 
তিনি ছাত্র জীবন থেকেই সামাজিক -সাংস্কৃতিক কর্মকাণ্ডের সহিত সম্পৃক্ত।  তিনি সুবর্ণচর ছাত্র ফোরাম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 

জনাব শাহীন সিরাজ ব্যক্তিগত জীবনে চট্রগ্রাম জেলার  স্থায়ী বাসিন্দা সামিনা আক্তার রুমকি সাথে বিবাহ বন্ধনে ঝুড়ি বাধেন। উনার সহধর্মিণী ও একজন আইনজীবী । অরণ্য ও আরাব নামে দুই পুত্র সন্তান জনক তিনি।   তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তার পদন্নতীতে উচ্ছ্বাস প্রকাশ করে সুবর্ণচরবাসী সোস্যাল মিডিয়ায় চলছে আলোচনার ঝড়, অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ জনসাধারণ।

শাহীন সিরাজ বলেন, সকল অন্যায় অপরাধ থেকে দূরে থেকে আমি সকলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, সততা আর ন্যায়নিতীতে এগিয়ে যেতে চাই।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল