বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৫
ক্রীড়া প্রতিবেদক:
মাত্র চারদিন আগে আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। ২০০৪ সালে নিউজিল্যান্ড ব্যাটার নাথান অ্যাসলের করা অপরাজিত ১৪৫ রানের রেকর্ড ভেঙে ডাকেট করেছিলেন ১৬৫ রান। যদিও ইনিংসটি কাজে লাগেনি ইংলিশ ব্যাটারের। অস্ট্রেলিয়া তাদের ৩৫২ রানের বিশাল স্কোরকেও টপকে গিয়েছিলো।
বেন ডাকেটের রেকর্ডটি টিকলো মাত্র চারদিন। এবার তাকে পেছনে ফেলে দিলেন আফগান ব্যাটার ইবরাহিম জাদরান। সেই ইংল্যান্ডের বিপক্ষেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের ওপেনার ইবরাহিম খেললেন ১৭৭ রানের ঝকঝকে এক ইনিংস।
যে ইনিংস দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস রচনা করলেন তিনি। এটাই এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৪৬ বল মোকাবেলা করে ১৭৭ রান করে আউট হন ইবরাহিম।
শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আফগানিস্তানের হয়েও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইবরাহিম জাদরান। ২০২২ সালের নভেম্বরে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন ইবরাহিম জাদরানই।
এতদিন এটাই ছিল আফগান ক্রিকেটে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এবার নিজের গড়া রেকর্ডই ভাঙলেন ইবরাহিম।
এমআই