জাবি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাবিতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে ও পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক বৃক্ষ রোপণ করেন তারা।
এসময় শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক রতন বিশ্বাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, উপ সম্পাক আরিফ, সহ-সম্পাদক হাবিবুর রহমান লিটন, সহ-সম্পাদক আসাদ, আর-রাফি, জোবায়ের, শাহীন, সাব্বির, চিন্ময়, রিংকু, লেলিন মাহবুব, নাজমুল, জাকারিয়া, মাহতাব নির্ঝর, সবুজ শিকদার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক রতন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি -আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুপ্রেরণায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আমরা অর্ধশতাধিক বৃক্ষরোপণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো পরিস্থিতিতে, যেকোনো প্রয়োজনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনায় আমরা মাঠে আছি, থাকবো।
সহ-সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে পুরো বাংলাদেশকে বৃক্ষ রোপণের আওতায় আনতে হবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার অনুপ্রেরণায় আমরা ক্যাম্পাস জুড়ে বৃক্ষ রোপণ করছি। আমাদের এ কর্মসূচি চলতেই থাকবে।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে দেশজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
সময় জার্নাল/এমআই