কয়রা উপজেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর কর্মসূচীর অংশ হিসেবে কয়রা উপজেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত মিছিলটি কয়রা সদরে অবস্থিত জামায়াতে ইসলামী অফিসের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাও. আবুল কালাম আজাদ বলেন, “রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। কেননা, রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। আত্মশুদ্ধির পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। রমজানে অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থেকে কুরআন মাজিদের পবিত্রতা রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে। বিগত দিনে কুরআনকে অবমাননা করা হয়েছে৷ কুরআনের তাফসির মাহফিলে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ আমরা পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর জমিনে যে রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও কুরআনের অমর্যাদা হতে দেবো না৷ রমজান মাসে প্রত্যেক মুসলমানকে দ্বীনের মুজাহিদ, কুরআনের প্রেমিক এবং কুরআন প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলনে নতুন করে শপথ নেওয়ার কথা বলা হয়েছে। এ মাসে আল্লাহর রাসূল (সা:) কম ঘুমাতেন এবং ইবাদত বেশি করতে। রমজানে আমাদের কুরআন খতম করতে হবে, বেশি বেশি হাদিস, ইসলামী সাহিত্য পড়তে হবে। এই কর্মসূচীর মাধ্যমে কয়রা সহ সারাদেশেকে আহ্বান করবো, কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কুরআনের পবিত্রতা রক্ষা করো।”
এসময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে আহবান জানান৷ যাতে দরিদ্র মানুষগুলো রমজান মাসে স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. মনায়েম হোসেন, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মো. রাজু, শ্রমিক কল্যাণ বিভাগের কয়রা উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সহ সহস্রাধিক নেতাকর্মী।