ডিআইইউ প্রতিনিধিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোড অব কন্ডাক্ট, ভর্তির নীতিমালা ও শর্তানুযায়ী ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। এমতাবস্থায়, ইউনিভার্সিটির ক্যাম্পাস সীমানায় শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম না করার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশেষভাবে বলা যাচ্ছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থীকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।