জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ)শেষ বিকেলে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশে ভারতীয় বসকোঠাল এলাকায় নোম্যান্সল্যান্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অপরদিকে, বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বৈঠক শেষে বিএসএফের পক্ষ থেকে বিজিবির অধিনায়ককে সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া পরিদর্শন করানো হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন,"দুই দেশের সীমান্ত এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি-বিএসএফের মধ্যে নিয়মিত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতৈক্য হয়েছে।"
এমআই