মো. মাইদুল ইসলাম: অতিমারিতে থমকে আছে বিশ্ব, কঠোর বিধিনিষেধ চলছে বাংলাদেশেও। ঘরবন্দি এই সময়টাতে ভার্চুয়ালি শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার ব্যাপকতা যখন বাড়ছে তখন ভার্চুয়ালি ২ দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।
এই কর্মশালায় সাংবাদিকতার হাতেখড়ি শেখানো হবে। ফিল্ড সাংবাদিকতা, ডেস্ক সাংবাদিকতা, ফটো সাংবাদিকতা, সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা, রেডিও জকি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতিনামা পাঁচজন প্রশিক্ষক।
প্রশিক্ষণ শেষে আগ্রহীদের ক্যারিয়ার গড়তে সহায়তা করবে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। জুম অ্যাপের মাধ্যমে কর্মশালায় অংশ নিতে পারবেন সাংবাদিকতায় আগ্রহী সরকারি তিতুমীর কলেজের যেকোনো শিক্ষার্থী। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।
কর্মশালার তারিখ: ৯ ও ১০ জুলাই।
সময় জার্নাল/এমআই