আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার সকালে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
সবমিলিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হযেছে চার লাখ ৩১২ জনের। মৃতের হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় দেশ ভারত।
সরকারি হিসেবে মৃত্যু চার লাখ বলা হলেও বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার ভারতে দৈনিক মৃত্যু হাজারের নিচে রয়েছে। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। গত ২৪ মে দেশের মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছিল। অর্থাৎ গত ১ লাখ কোভিড রোগীর মৃত্যু হয়েছে মাত্র ৩৮ দিনে।
বৃহস্পতিবাররে তুলনায় শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ হাজার দুয়েক কম রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশ। সেই সঙ্গে অব্যাহত সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়া। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৩৪ কোটির বেশি।
সময় জার্নাল/আরইউ