জাকারিয়া শেখ, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সংঘটিত অটোচালক বেলাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় রংপুর থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাগেশ্বরী থানা ও রংপুর সদর থানা পুলিশের যৌথ অভিযানে গত ৩ মার্চ রাত ১০টার দিকে রংপুর সদর উপজেলার পুরাতন অটো ক্রয়-বিক্রয়ের একটি দোকান থেকে নিহত চালকের অটোরিকশা উদ্ধার করা হয়। অভিযানে ওই দোকানের মালিক মো. আক্কাস আলী (৩৮) ও তার সহযোগী মো. জাহিদুল হক (৫৬)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মোবাইল কললিস্ট পরীক্ষা করে দেখা যায়, তারা ঘটনার তিন দিন আগ থেকেই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, পরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের জন্যই বেলাল হোসেনকে হত্যা করা হয়।
নিহত বেলাল হোসেন (২৬) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুর নবী মিয়া ও রোকসানা বেগম দম্পতির সন্তান। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর বেলাল তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
গত ১ মার্চ শনিবার সকালে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হীরার ভিটা এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা বেলালের মরদেহ দেখতে পান। সকাল ৯টার দিকে তারা পুলিশে খবর দিলে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, মামলার মূল সন্দেহভাজন আসামি রিয়াজুল হক (৪০) এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করা গেলে হত্যার পুরো রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
সময় জার্নাল/এলআর