কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আজ (রোববার, ৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
উপাচার্য বলেন, "প্রতি বছর নোবিপ্রবির বিভিন্ন বিভাগের নারী গবেষকদের এই সম্মাননা প্রদান করা হবে, যাতে তারা গবেষণার প্রতি আরও অনুপ্রাণিত হন। আমরা এমন একটি কর্মপরিবেশ চাই, যেখানে নারী-পুরুষ সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন। ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ আদায়ের কক্ষ বরাদ্দ করা হয়েছে, এবং ভবিষ্যতে প্রতিটি ভবনে অন্তত একটি করে ছাত্রীদের কমন রুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও জানান, নোবিপ্রবিতে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবার উপকৃত হবে। ঘরে-বাইরে নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।"
এছাড়া, শিক্ষকদের এক প্রস্তাবনার জবাবে তিনি বলেন, "আইকিউএসি’র মাধ্যমে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, রিসার্চ সেল পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ নোবিপ্রবির বিভিন্ন বিভাগের নারী শিক্ষকবৃন্দ।
এই উদ্যোগ নারীদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।