তিতুমীর কলেজ প্রতিনিধি:
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ সহ বিভিন্ন অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।আজ রবিবার (৯ ই মার্চ) কলেজ ক্যাম্পাস থেকে এ মিছিল বের হয়।
এসময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে আছিয়া, আছিয়া, ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই, উই ওয়ান্ট জাসটি , সারা বাংলায় খবর দে, ধর্ষককে ফাঁসি দে,আমার সোনার বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই সহ বিভিন্ন স্লোগান দেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সিনথিয়া সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, "বাংলাদেশের আইনে আছে ধর্ষকদের সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত ! কিন্তু এর কোন দৃশ্যমান বাস্তবায়ন বাংলাদেশে দেখা যায় নি।২৪ এর স্বাধীন বাংলায় নারী হিসেবে এটি লজ্জার বিষয়।আগামী ২৪ ঘন্টার ভিতরে আছিয়ার ধর্ষণকারীদের আদালতে তুলতে হবে।"শিক্ষার্থী নিরব হোসেন সুজন বলেন, "আমরা ২৪ এর জুলাইয়ে রক্ত দিয়েছি নারীদের স্বাধীনতার জন্য, ছোট্ট শিশুকে ধর্ষিতা হওয়ার জন্য নয়।ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করুন। যদি আমরা দেখি আপনারা বিচার নিশ্চিত না করেছেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।
"শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই—আমরা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই না, আইন নিজেদের হাতে তুলেও নিতে চাই না। আপনারা ধর্ষকদের খুঁজে বের করেন এবং দ্রুত আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করুন।