মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
"এসো অসহায় মানুষের মুখে হাসি ফুটাই" এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলগী সমাজ কল্যাণ পরিষদ" এর অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে আলগী সমাজ কল্যাণ পরিষদ" এর আয়োজনে নোয়াখালী কবিরহাট উপজেলার আলগী বাজার দাখিল মাদরাসা মাঠে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার হিসেবে অসহায় শতাধিক পরিবারকে বুট, সয়াবিন তেল, মুড়ি, চিনি, খেজুর, পেয়াজ আলু সহ মোট প্রতি প্যাকেটে ১৫ কেজি করে ইফতার সামগ্রী দেওয়া হয়।
আলগী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলমগীর হোসেন রিপনের সভাপতিত্বে বিতরণে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ, নজরুল ইসলাম রাশেদ, আলগী বাজার দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার বিন মোস্তফা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই অজপাড়া গায়ে এমন একটি ব্যতিক্রমী সংগঠন তৈরি হওয়াতে আমরা অনেক খুশি, বিগত চার বছর ধরে এই সংগঠনটি গরিব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন সময় আর্থিক অনুদান দিয়ে আসছেন, করুনা কালীন সময়ে বিভিন্ন উপহার ও বন্যাকালীনে হরেক রকমের খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। আজকে আমরা দেখতে পেলাম গরীব অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে সংগঠনটি।
সংঘঠনের সভাপতি আলমগীর হোসের রিপন বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারেও এলাকার গরীব মানুষদের মাঝ থেকে বাঁচাই করে যারা একদম ইফতার সামগ্রী ক্রয় করার মত সামর্থ নেই এমন কিছু লোকজনের মাঝে ১৫ কেজি করে ইফতার সহ বিভিন্ন আইটেম বিতরণ করতেছি, এই ধরনের বিতরণ কাজ আমাদের সব সময় অব্যাহত থাকবে।