জেলা প্রতিনিধি:
যৌথবাহিনীর সদস্যরা গিয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করে দেওয়ায় ৪ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হলে ক্ষুব্ধ হয়ে কারখানার অন্যান্য শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ
তে সকাল থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ শুরু হয়।
এক পর্যায়ে যৌথবাহিনীর সদস্যরা গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুপুর ১টা ১০মিনিটের দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/এলআর