শুক্রবার, ২১ মার্চ ২০২৫

শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছে উদ্যোগ

সাহরির সময়ে ডাইনিং-ক্যান্টিন পরিদর্শনে শেকৃবি প্রশাসন

বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
সাহরির সময়ে ডাইনিং-ক্যান্টিন পরিদর্শনে শেকৃবি প্রশাসন

জুয়েল হোসাইন,শেকৃবি প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের সুবিধার্থে গভীর রাতে ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শনে বের হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী-বান্ধব প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো.আশাবুল হক ।

রমজান মাসে শিক্ষার্থীদের সাহরি ও ইফতারের সুবিধার্থে ক্যাম্পাসের ডাইনিং ও ক্যান্টিনগুলো খোলা রাখার উদ্যোগ নিয়েছে শেকৃবি প্রশাসন। এর ধারাবাহিকতায়, গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ক্যাম্পাসের বিভিন্ন ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ ও মূল্য সম্পর্কে খোঁজ খবর নেন। শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

শিক্ষার্থীরা জানান, তাদের চাওয়া প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকুক। প্রতি মাসে অন্তত একবার হলেও স্যাররা যেন ডাইনিং ও ক্যান্টিনের দিকে নজর দেন। এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য শেকৃবি প্রশাসন শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছে।

প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, "শিক্ষার্থীদের খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমরা ডাইনিং ও ক্যান্টিনের মান উন্নয়নে সচেষ্ট থাকব।"

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, "শিক্ষার্থীরা আমাদের পরিবারের সদস্য। তাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। রমজান মাসে তাদের সাহরি ও ইফতারের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখছি।"

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, "শিক্ষার্থীদের সুবিধার্থে রমজান মাসে ডাইনিং ও ক্যান্টিনগুলো খোলা রাখা হয়েছে। আমরা নিয়মিতভাবে এগুলো পরিদর্শন করছি এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা প্রস্তুত।"

সময় জার্নাল/টিএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল