জাহিদুল ইসলাম,রাবি প্রতিনিধি:
নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটু কথার প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো ইংরেজি বিভাগের ২০১৯-২০ বর্ষের ফারহান মাহমুদ স্বাধীন এবং তার একই বিভাগের বান্ধবী। অন্যদিকে অভিযুক্তরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন হ্যাটরিক ক্যাফের মালিক তন্ময়সহ স্থানীয় অজ্ঞাতনামা কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিক্ষার্থী ক্যাম্পাস থেকে রিক্সায় করে কাজলা ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় তারা কাজলা গেট পার হয়ে আলমের মোড়ের গলির দিকে প্রবেশ করলে তন্ময় ও তার বন্ধুরা নারী শিক্ষার্থীকে 'টিজ' (বাজে কথা বলে। ওই শিক্ষার্থী তার সাথে থাকা স্বাধীনকে বলে। স্বাধীন রিক্সা থামিয়ে ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের কাছে জানতে চায় আপনারা এটা কেন বললেন। এর এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং অভিযুক্ত তন্ময় ও তার বন্ধুরা শিক্ষার্থীদের থাপ্পড় ও ঘুষি মারে। এ সময় ঘটনাস্থলে স্থানীয় এবং শিক্ষার্থীরা উপস্থিত হলে অভিযুক্ত রিক্সায় করে স্থান ত্যাগ করার চেষ্টা করে। কিন্ত তিনি এই কাজ 'কেন করলেন' এটা জানতে চেয়ে তিন শিক্ষার্থী দৌড়ে রিক্সার পিছু নেয়। পরে তন্ময় রিক্সা থামিয়ে ওই শিক্ষার্থীদের আবারও থাপ্পড়, কিল ও ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়, শিক্ষার্থী এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সহায়তায় তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা বাদী হয়ে অজ্ঞানামা আসামী করে নগরীর মতিহার থানায় একটা মামলা করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ফারহান মাহমুদ স্বাধীন বলেন, 'আমরা ক্যাম্পাস থেকে ফেরার পথে কাজলা গেটের বিপরীত পাশের রাস্তায় আমাদের সাথে এ ঘটনা ঘটেছে। আমার বান্ধবীকে কটুকথা বলার প্রতিবাদ করতে গেলে তারা আমাদের দুই দফায় মেরে আহত করে। এ ঘটনায় মতিহার থানায় একটা মামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তন্ময় বলেন, 'মেয়েটি রিক্সায় অশ্লীল পোশাক পরে যাচ্ছিল। এ সময় আমাদের এক ভাই বলে ওঠে রমজান মাসে কী পরে ঘুরছেন। পরে ওই শিক্ষার্থী রিক্সা থেকে নেমে আমাদের ওপর উচ্চবাচ্য করে এবং ধাক্কাধাক্কি হয়। এর কিছু সময়ের মধ্যেই আমি ঘটনাস্থল ত্যাগ করে রিক্সায় চলে যাচ্ছিলাম। রিক্সার পিছু নিয়ে তারা আমাকে গালি দেয়। তখন আমি রিক্সা থেকে ঝাপিয়ে নেমে প্রতিবাদ করেছি।
মামলার বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, 'এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ লিপিবদ্ধ করার এবং অভিযুক্তদের গ্রেফতার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।'
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, 'এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। এটা জানার সাথে সাথেই প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। এ ছাড়াও আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আশা করছি অভিযুক্তরা দ্রুত শাস্তির আওতায় আসবে'
সময় জার্নাল/টিএ