মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিএমবি বিভাগের বর্তমান শিক্ষার্থীরা এই ইফতার মাহফিল আয়োজন করে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন, সহযোগী অধ্যাপক মাহবুবা খাতুন, সিনিয়র প্রভাষক ইখলাস উদ্দিন দিপু, শ্যাম সুন্দর সাহা ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
ক্যাম্পাসে নিজের বিভাগের প্রথম বড় কোনো আয়োজনে প্রথমবার অংশগ্রহণ করে ১ম বর্ষের শিক্ষার্থী এনামুল হক বলে, 'বিএমবি বিভাগকে নিজের পরিবারের মতোই মনে হয়। এই প্রথমবার পরিবার ছাড়া বাইরে ইফতার করলাম, যা অত্যন্ত আনন্দদায়ক ছিল। সিনিয়র-জুনিয়র সকলের সাথে একত্রে ইফতার করার অনুভূতি অসাধারণ। আশা করি প্রতিবছর আমরা এভাবেই একসাথে ইফতার করতে পারব।'
ইফতার আয়োজনের সঙ্গে থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: আবু সাঈদ বলে, ‘আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আনন্দিত বোধ করছি। সবার সহযোগিতায় ইফতারির আয়োজন খুব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক ও বড়দের প্রশংসা পেয়ে মনে তৃপ্তি অনুভব করছি।'
অধ্যাপক ড. ফুয়াদ হোসেন বলেন, 'শিক্ষার্থীরা যৌথভাবে এই আয়োজনটি করেছে। তাদের এই আয়োজন অসাধারণ ছিল। রমজান মাস আমাদের ধৈর্য, সংযম, আত্মশুদ্ধি এবং পরোপকারিতা শেখায়। এই মাস আমাদের কৃতজ্ঞতা, সমবেদনা ও দানশীলতার গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করে। আশাকরি শিক্ষার্থীরা এই শিক্ষাগুলো আত্মস্থ করতে সক্ষম হবে।'
ইফতার শেষে কেন্দ্রীয় খেলার মাঠে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করে শিক্ষক ও শিক্ষার্থীরা।