কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রকিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগে নিয়মবহির্ভূতভাবে মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম চালুর অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, মাস্টার্স চালুর জন্য অন্তত ১০ জন শিক্ষার্থী প্রয়োজন। তবে, চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অক্টোবর-মার্চ সেমিস্টারে মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম চলছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজের (বোয়াস) সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছিল, অন্তত ১০ জন শিক্ষার্থী ভর্তি না হলে কোনো মাস্টার্স প্রোগ্রাম চালু করা যাবে না। তবে কৃষি বিভাগ সেই নিয়ম উপেক্ষা করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিন বলেন, ‘শর্ত যাচাই-বাছাই করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। আমরা ক্লাস, পরীক্ষা ও গবেষণার কাজ করছি। যদিও শিক্ষার্থী সংখ্যা কম, তবে পরবর্তী সেমিস্টারে অন্য গ্রুপ থেকে আরও শিক্ষার্থী যুক্ত হবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী বলেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী মাস্টার্স চালুর জন্য ন্যূনতম ১০ জন শিক্ষার্থী প্রয়োজন। এর চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে মাস্টার্স চালু করা নিয়মবহির্ভূত।’
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল বলেন, ‘আইন না মেনে চলার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’