মো জাহিদ হোসেন,ববি প্রতিনিধি:
বুকভরা স্বপ্ন নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে মোহাম্মদ হাসান। তবে পরিবারের অস্বচ্ছলতা আর ছোট ভাইয়ের দুরারোগ্য কান্সারে আক্রান্ত হওয়ার পর তার সেই সপ্ন ধুলিস্যাৎ হতে চলছে। ভাইয়ের চিকিৎসা খরচ আর পরিবারের হাল ধরতে ২য় বর্ষে পড়া হাসানকে এখন ছাড়তে হবে পড়াশোনা। বইতে হবে অসহায় পরিবারের ভার ৷ কান্না বিজড়িত কন্ঠে হাসান বারবার মূর্ছা যাচ্ছিলেন। তার হাতে পড়াশোনা চালিয়ে নেয়ার কোনো উপায়ই অবশিষ্ট নেই বলে জানান তিনি। তবে কারো সহযোগিতা পেলে পড়াশোনা চালিয়ে যেতে চান হাসান।
মোহাম্মদ হাসানের বাড়ি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামে। ছয় ভাই বোনের এর মধ্যে হাসান তৃতীয়। দুই বোনেরই বিবাহ হয়েছে । বড় ভাই পরিবারের খোঁজ নেন না। হাসান তার ছোট ভাই মমিন (১৯) এর টাকায় পড়াশোনা চালাতো। হাসানের সবচেয়ে ছোট ভাই ফোরকান (১৫) দশম শ্রেণীতে পড়তো । কিন্তু পরিবারের ভরণপোষন চালাতে সেও এখন পড়ালেখা ছেড়ে ফুটপাতে ব্যবসা করছেন। বাবা মো হিরন মিয়া একজন দিনমজুর ।
মো হাসান বলেন, আমার পরিবারের ইচ্ছে ছিলো আমি পড়াশোনা চালিয়ে যাই। আমি জানি না এখন আমার কি করা উচিত? আমার ছোট ভাইয়ের কিছু হয়ে গেলে আমার মা-বাবাও হয়তো আর নিজেদেরকে ধরে রাখতে পারবে না। এদিকে মানসিক চাপে আমার পড়ালেখা ও বন্ধ হয়ে যাওয়ার পথে। আমি পড়তে চাই । সাথে পরিবারকেও রক্ষা করতে চাই । তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ আপনারা যদি একটি বাবার স্বপ্ন, একটি জীবন ও একটি পরিবারকে পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেন তাহলে আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো।
সময় জার্নাল/তানহা আজমী