নিজস্ব প্রতিনিধি:
দেশের ৩টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলগুলোতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১৮ মার্চ) আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সব বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলগুলোতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। ফলে, গরমের অনুভূতি আগের মতোই কিছুটা বেশি অনুভূত হতে পারে। একই সময়ের মধ্যে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে, সোমবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সব বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
সময় জার্নাল/এলআর