মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা হতে পারে নতুন অভিযানের সূচনা

বুধবার, মার্চ ১৯, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলা হতে পারে নতুন অভিযানের সূচনা

আন্তর্জাতিক ডেস্কঃ

দুই মাস ধরে গাজায় যে নাজুক যুদ্ধবিরতি চলছিল, তা ১৮ মার্চ ভোরে ইসরায়েলের টানা বোমাবর্ষণের মাধ্যমে হঠাৎ ভেঙে পড়ে। হামাসের সামরিক কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামলার সময় এবং পদ্ধতি ইঙ্গিত দেয়, এতে আবাসিক এলাকায় থাকা হামাস নেতাদের পরিবার ও সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতির ফলে বহু গাজাবাসী ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়িতে ফিরছিলেন। কিন্তু ইসরায়েলের নতুন হামলায় আবারও হতাহতের সংখ্যা বাড়ছে। হামাসের পক্ষ থেকে দেওয়া অনানুষ্ঠানিক তথ্যে বলা হয়েছে, হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু সাধারণ নাগরিকও রয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের জিম্মিদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি এবং যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কারণেই নতুন করে সামরিক অভিযান চালানো হচ্ছে। তবে তার এই দাবি পুরোপুরি সত্য নয়।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৩০ জন জীবিত জিম্মির মুক্তি ও আটজনের মরদেহ ফেরত দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েল প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার বেশিরভাগ এলাকা থেকে পিছু হটে।

পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং সব জীবিত জিম্মিকে মুক্তির কথা ছিল। কিন্তু ইসরায়েলি প্রতিনিধি দল চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য কাতারে নির্ধারিত বৈঠকে অংশ নেয়নি এবং পরে দোহা ও কায়রোর আলোচনায় সীমিত মাত্রার আলোচনা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের সমর্থন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তবে তাদের জন্য নরক অপেক্ষা করছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ১৮ মার্চের ইসরায়েলি হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছিল এবং তারা হামাসকে সতর্ক করেছে।

ইসরায়েল জানিয়েছে, গাজায় চালানো সবশেষ হামলা মূলত যুক্তরাষ্ট্রের ১৫ মার্চ ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে পরিচালিত হামলার ধারাবাহিক অংশ। লোহিত সাগরে ইসরায়েলি ও আন্তর্জাতিক জাহাজে হামলা চালানোর অভিযোগে হুথিদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানো হয়। ইসরায়েল মনে করছে, এই হামলা ইরানের কুদস ফোর্সের নির্দেশনায় পরিচালিত হচ্ছে।

দীর্ঘমেয়াদি অভিযান পরিকল্পনা?
ইসরায়েলের সামরিক নেতৃত্বের অনেকে, বিশেষ করে নতুন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির গাজায় দীর্ঘমেয়াদি স্থল অভিযান চালানোর পক্ষে। এই পরিকল্পনায় ট্যাংকসহ পুরো সাঁজোয়া বাহিনী গাজায় প্রবেশ করবে এবং হামাসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চালাবে।

তবে বিশ্লেষকদের মতে, এর ফলে গাজার সাধারণ জনগণ চরম বিপর্যয়ের মুখে পড়বে। কারণ তারা ফের ঘরবাড়ি ছেড়ে উপকূলবর্তী অস্থায়ী শরণার্থী শিবিরে ঠাঁই নিতে বাধ্য হবে। এতে গাজার অবশিষ্ট অবকাঠামোও ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ইসরায়েলেও অভ্যন্তরীণ বিরোধ বাড়ছে। অনেকেই মনে করছেন, এই সামরিক অভিযানের ফলে গাজায় আটকে থাকা জিম্মিদের জীবন আরও হুমকির মুখে পড়বে।

নেতানিয়াহুর রাজনৈতিক হিসাবনিকাশ
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মুহূর্তে চরম রাজনৈতিক চাপে রয়েছেন। চলতি মাসের মধ্যে বাজেট পাস করতে না পারলে ইসরায়েলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সরকার টিকিয়ে রাখতে ডানপন্থি জোটের দাবির মুখে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। বাজেট পাস হয়ে গেলে তিনি হয়তো রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে কিছুটা নমনীয় হওয়ার সুযোগ পাবেন।

তবে চূড়ান্তভাবে, বৃহৎ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের সম্মতি নিতে হবে। কারণ, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল বড় কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবে না।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল