নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পবিত্র রমজান মাসেও নির্বিচারে মানুষ হত্যা করে ইসরায়েল যে বর্বরতা দেখাচ্ছে, এর প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস বিক্ষোভ করে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা।
শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়। এ সময় মুসল্লিরা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন। মিছিলকারীরা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন।
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা গাজার মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
গাজায় কথিত যুদ্ধ বিরতির মধ্যেও ইসরায়েল অতর্কিত হামলা চালিয়ে প্রতিদিনই শত শত মানুষকে হত্যা করছে। এর মধ্যে বেশির ভাগ নারী ও শিশু। তাদের এই বর্বরতার বিরুদ্ধে খোদ ইসরায়েলেই বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এছাড়া সারা বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে।