নোমান ইমতিয়াজ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়েছে। রোববার (৭ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।
প্রাথমিকভাবে ৫৫টাকা ফি দিয়ে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচ.এস.সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৪৫০০০ (পঁয়তাল্লিশ হাজার) আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ১৪ জুন সি ইউনিটের পরীক্ষা দিয়ে রাবি ২০২০-২১ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমে ১৫ জুন এ ইউনিট এবং ১৬ জুন বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় শিফট দুপুর ১২ থেকে ১টা এবং বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের www.ru.ac.bd I‡qemvB‡Ui admission মেন্যু তে দেখা যাবে।
সময় জার্নাল/আরইউ