নিজস্ব প্রতিবেদক:
মিছিলটি রাজধানীর আগারগাঁও হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়, সেখানে এখন শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে প্রথম ঈদ জামাতের পরে আগারগাঁও থেকে ঈদের আনন্দ মিছিল করেছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মিছিলটি রাজধানীর আগারগাঁও হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে।
সেখানে এখন শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনের সময় ঢাকা উত্তরের প্রশাসক এজাজ বলেন, "আজকে আমাদের ঈদ উৎসবে বিভিন্ন ধর্মের বন্ধুরা জয়েন করেছেন। আমরা আমাদের ঐতিহ্যের দিনগুলোকে ফিরিয়ে আনব।"
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "আমরা এই আনন্দের দিনে— আমাদের শহীদ ভাইদের ভুলে যাবো না। আজকে সত্যিই আমাদের কাছে ঈদ ঈদ মনে হচ্ছে। ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল শত বছর পরে উদযাপন করছে। আমরা পরবর্তী প্রতি বছর এমন ঈদ উৎসবের আয়োজন করব। আমরা সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে চাই। ঈদের দিন আর বাসায় বসে টিভি দেখা নয়, আনন্দ উৎসবের মাধ্যমে নগরবাসী উদযাপন করবে।"
এমআই