সময় জার্নাল ডেস্ক:
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তবে ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা ঢাকায় বায়ুর মানের উন্নতি হয়েছে। তালিকায় ৯ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ার সূচক অনুযায়ী, দূষণের শীর্ষে থাকা কাঠমান্ডুর স্কোর ২৬০ যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত। একই অবস্থা ভারতের রাজধানী দিল্লির। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’।
তালিকায় তিন নম্বরে থাকা থাইল্যান্ডের শহর চিয়াং মাই এর স্কোর ১৭১, অর্থাৎ এই শহরের বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’। ১৬১ স্কোর নিয়ে দূষণ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। এই শহরের বাতাও আজ ‘অস্বাস্থ্যকর’।
এমআই