নিজস্ব প্রতিনিধি:
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আবার অনেকেই এখনও নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এখনও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় দেখা যাচ্ছে।
কেউ ফিরছেন ঈদের স্মৃতি নিয়ে, আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ঢাকা ছাড়ছেন। দীর্ঘ ঈদের ছুটির কারণে ঈদের চতুর্থ দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ছাড়ার মানুষের সংখ্যা বেশি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
রেলওয়ের তথ্য সেবার কর্মকর্তারা জানান, ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ১২টি ট্রেন স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে, প্রতিবেদনটি লেখা পর্যন্ত সকাল থেকে ঢাকায় আসা ট্রেনের সঠিক সংখ্যা জানা যায়নি। এদিকে নির্ধারিত সময়েই বেশিরভাগ ট্রেন ঢাকায় পৌঁছেছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনে মানুষের প্রচণ্ড ভিড়। সবাই নিজ নিজ গন্তব্যের ট্রেনে উঠার অপেক্ষায়। অনেককে ট্রেনে উঠতে এবং প্ল্যাটফর্মে ভিড় করতে দেখা গেছে। একই সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে অনেকেই ঢাকায় ফিরে এসেছেন। স্টেশন এলাকায় যাত্রীদের আনাগোনা চোখে পড়ার মতো।
রাতুল নামে এক যাত্রী বলেন, ‘ঈদে বাড়ি যেতে পারিনি, তাই আজ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। অনেক দিন পর পরিবারের সদস্যদের দেখবো, খুব ভালো লাগছে।’
অন্যদিকে, মিজান নামে আরেক যাত্রী পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করে খুব ভালো লেগেছে। বাবা-মাকে দেখতে পেরেছি, আনন্দ করেছি—সব মিলিয়ে দারুণ লেগেছে।’
সময় জার্নাল/এলআর