এহসান রানা, ফরিদপুর:
ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিক মোল্লা সহ অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বুধবার বিকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের মোরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল মোল্লা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজানের মধ্যে পেঁয়াজ উত্তোলন নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগ নেতা মিজানের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে রফিক মোল্লার বাড়িতে হামলা ও লুটপাট চালায়।
বৃহস্পতিবার বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, সংঘর্ষ চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
এমআই