নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। বেড়েছে সব ধরনের সবজির দাম। ৮০ টাকার নিচে সবজির কেজি মেলাই ভার। তবে মুরগির দাম কিছুটা কমেছে। তবে স্বস্তিতেই রয়েছে আলু, পেঁয়াজ, রসুনের দাম।
শুক্রবার (০৪ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা, গোল বেগুন ৮০-১০০ টাকা, শিম ৭০-৮০ টাকা, টমেটো ৫০-৬০, করলা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা ৮০-৯০ টাকা, ঢেড়স ৭০-৮০ টাকা, মান ও সাইজভেদে লাউ ৬০-৯০ টাকা, শশা ৬০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গেল সপ্তাহজুড়ে প্রায় একই দামে বিক্রি হয়েছে।
এছাড়াও শাকের মধ্যে পাট শাকের আঁটি ২০-৩০ টাকা, ডাটা শাক ১৫-২০ টাকা, পালং ২০-২৫ টাকা, লাউ শাক ৩০-৪০, লাল শাক ১৫-২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে বাজারের দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, ঈদের ছুটির কারণে বাইরে থেকে খুব বেশি পণ্য আসছে না। তাই আড়তে দাম বাড়তি। এ কারণে খুচরা বাজারে কিছুটা দাম বেড়েছে। তবে সামনে সপ্তাহে দাম কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে আদা রসুনের দাম। নতুন রসুন ৮০-১০০ টাকা ও আদা ১৫০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বাড়তি রয়েছে আমদানি করা আদা রসুনের দাম।
অপরদিকে কিছুটা স্বস্তি ফিরেছে মাছ-মাংসের বাজারে। গত সপ্তারে ঈদের বাজারের তুলনায় কিছুটা কমেছে দাম। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ২২০ টাকা ছাড়ালেও আজ তা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি ৩৩০-৩৬০ টাকা। অন্যদিকে ফের ৭৮০ থেকে ৮০০ টাকা বিক্রি হচ্ছে গরুর মাংস।
মাছের বাজারে সাইজ ভেদে তেলাপিয়া ২০০-২৩০ ও পাঙাশ ১৮০ থেকে ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা গেল সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ২৮০ থেকে শুরু করে সাইজ ভেদে ৪০০-৪৫০ টাকা চাচ্ছেন বিক্রেতারা। এছাড়াও ৫০০-৬০০ টাকার নিচে নেই পাবদা, টেংরা, কই, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছ। মাছ যত বড় তার দাম ততো বেশি দামে বিক্রি হচ্ছে।
এমআই