মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

সরকারি কর্মচারীদের বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ দিবে ইসলামী ব্যাংক

রোববার, জুলাই ৪, ২০২১
সরকারি কর্মচারীদের বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ দিবে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরীয়ত মোতাবেক বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ প্রদান সংক্রান্ত এক সমঝোতা স্মারক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ৩০ জুন স্বাক্ষরিত হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এখলাছুর রহমান ও ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে সংশ্লিষ্ট বিভাগে চুক্তিপত্র হস্তান্তর করা হয়। 

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও’র সাথে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েত উল্লাহ ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল